শাব্দিক বিশ্লেষণঃ

ইমান আরবি শব্দ। আরবি ‘আমনুন’ শব্দ থেকে এর উৎপত্তি। শব্দটির মূল অর্থ –

১) বিশ্বাস করা।

২) স্বীকৃতি দেওয়া।

৩)  বিশ্বস্ততা।

৪) হৃদয়ের স্থিতি।

৫) আনুগত্য করা।

৬) শান্তি,

৭) নিরাপত্তা,

৮) অবনত হওয়া

৯)  আস্থা অর্থেও ইমান শব্দটি ব্যবহৃত হয়।

(মুয়জামুল মাকায়িসিল লুগাহ, ১/১৩৩)

টিকাঃ

বিশ্বাস বা ধর্মবিশ্বাস বোঝাতে পবিত্র কোরআনে ও হাদিসে ইমান শব্দটি বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। আর বিশ্বাসী বোঝাতে ব্যবহৃত হয়েছে মুমিন শব্দটি।

কুরআনের ভাষ্যঃ

আল্লাহতায়ালা পবিত্র কোরআনে এরশাদ করেন, —

১) ‘আর কেউ ইমান প্রত্যাখ্যান করলে তার কর্ম বিনষ্ট বা নিষ্ফল হবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে।‘

(সুরা মায়িদা, আয়াত: ৫)।

২) আরও এরশাদ হয়েছে,

هُوَ الَّذِیۡ خَلَقَکُمۡ فَمِنۡکُمۡ کَافِرٌ وَّ مِنۡکُمۡ مُّؤۡمِنٌ ؕ وَ اللّٰهُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۲

তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের মধ্যে কতক কাফির এবং কতক মু’মিন। আর তোমরা যে আমল করছ আল্লাহ তার সম্যক দ্রষ্টা। 

It is He who created you, and among you is the disbeliever, and among you is the believer. And Allah, of what you do, is Seeing. (Sahih International)

(তাগাবুন, আয়াত : ২)