আল্লাহ তায়ালা বলেন-
وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُوْلِهِ وَلِلْمُؤْمِنِينَ
অর্থ: “আর সম্মান তো কেবল আল্লাহ, তাঁর রাসুল এবং মুমিনদের জন্যই।”
(সূরা আল-মুনাফিকুন, আয়াত ৮)
যেমনটি আল্লাহ তা’য়ালা কুরআনুল কারীমে বলেন-
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصّلِحَتِ كَانَتْ لَهُمْ جَنَّتُ الْفِرْدَوْسِ نُزُلًا خَالِدِينَ فِيهَا
অর্থ : “নিশ্চয়ই যারা ইমান আনে ও সৎকর্ম করে তাঁদের আপ্যায়নের জন্য রয়েছে ফিরদাউস জান্নাত । সেখানে তারা চিরকাল থাকবে।”
(সূরা কাহাফ, আয়াত ১০৭-১০৮)
আমরা ইমানের প্রতিটি বিষয় সম্পর্কে ভালোভাবে পড়ব। এ সম্পর্কে জানব এবং দৃঢ়ভাবে বিশ্বাস করব। অতঃপর এগুলোর অনুসরণ করে নিজ জীবন গড়ে তুলব । আমরা সবসময় নেক কাজ করব । কখনো অন্যায় ও অত্যাচার করব না । এভাবে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি ও সফলতা লাভ করতে সক্ষম হব।